October 26, 2024

চলো যাই, মানালি পর্ব- 2

1 min read

দেবাঞ্জলী
চক্রবর্তী
, মানালি, বর্তমানের
কথা :
উঁচু নিঁচু ছোট্ট
ছোট্ট বরফ আর পাথুরে পাহাড়ের এক অপূর্ব সমাহারের সাথে পাহাড়ের খাঁজ বেয়ে কূলকূল
শব্দে তরঙ্গায়িত বিয়াস নদীর অপার সাজে সজ্জিত মানালি।প্রকৃতির এ এক অপার বিস্ময় ।
আজ সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছি ভ্রমণ পিপাসু মন নিয়ে। আজ আমরা মানালির
মধ্যেই কিছু বিশেষ স্থান চাক্ষুষ করলাম।
হিদিম্বা দেবীর মন্দির:  সকাল সকাল
ভগবানের দর্শন করলে  সারাদিনই বেশ ভালো যায়
।তাই পৌছে গেলাম হিদিম্বা দেবীর মন্দিরে। শুনেছি খুব জাগ্রত মন্দির । প্রচুর
দর্শনার্থীর সমাগম। পুরো মন্দির টাই কাস্ঠ নির্মিত । মন্দির চত্বরটা সুবিশাল ।
দশেরার দিন এখানে অনেক বড় করে পূজো হয় ও বলি হয় ।বনবিহার: শহরের মধ্যেই এই সেই মন
ও শরীর জিরিয়ে  নেওয়া জায়গাটি । এটি একটি
বিনোদন পার্ক । যেদিকে দুচোখ যায় শুধুই যেন সবুজের চাদর
, যা আমরা আজ শহুরে লোক চোখে হারাই।
চারিপাশে  প্রস্ফুটিত  বাহারি ফুল 
আরও যেন বনবিহারের শোভা বৃদ্ধি করেছে। 
এখানে ছোটো – বড় সকলের জন্যই আছে কিছু গেম। আর মৃদু স্বরে বাজছে পাহাড়ি
গান। পায়ে পায়ে পৌছে গেলাম ছোট্ট ছোট্ট পাথুরে টিলা ও জঙ্গল পার করে বিয়াস নদীর
তীরে।
৪৭০ কিমি দীর্ঘ এই নদীর বিপুল জলরাশির স্রোতের 
তরঙ্গধ্বনিতে আমরা নিজেরাই নিজেদের কথা প্রায় শুনতে পারছিলাম না।


আর এইখানেই আমরা পেয়ে গেলাম কলকাতা নিবাসী মোহনবাগান ফুটবল(স্কুল) টিমের
খেলোয়াড় সায়ন প্রামাণিক কে। বিয়াস নদীর তীরে
আড্ডায় “বর্তমানের কথা”র বিশেষ প্রতিনিধি  কে জানালেন তার জীবনের কিছু টক- ঝাল- মিস্টি কথা
:


সায়নের সাথে ….“বর্তমানের কথা”র বিশেষ প্রতিনিধি 

## কেমন আছো সায়ন? মানালি
কতদিন হল আসা
?
—– গরমে নাজেহাল হয়ে
গিয়েছিলাম কলকাতায়
,  মানালি এসে পুরো মন ফুরফুরে।
## বাহ! তাহলে ফিরে আবার পুরো
এনার্জির সাথে মাঠে
?
—– একদম।


## কতদিন হল মোহনবাগানের সাথে জুটি?
—– লাস্ট ডিসেম্বর
থেকে । তার আগে ইস্টবেঙ্গল স্কুল টিমের সাথে চার বছর খেলেছি।
## কত বছর থেকে খেলছো ফুটবল?
প্রায় 5 বছর থেকে। বাবার সাথে যেতম প্র্যাকটিস মাঠে।


## প্রিয় প্লেয়ার?
—- মেসি। এমন একজন
প্লেয়ার সকল ফুটবল প্রেমির  রাতের ঘুম
কেড়ে নেয় ।
## লক্ষ্য করলাম মোবাইলে  “গুপ্তধনের সন্ধানে ” নিয়ে কিছু
সার্চিং চলছে .. সায়ন টলিউডের প্রিয় নায়ক কে
?
—- ( মুহূর্তে উত্তর)
আবির চ্যাটার্জি । মানুষ হিসেবেও ভীষন ভালো।
## পরবর্তী শিডিউল কি?
—- ফিরেই খেলা আছে
সম্বলপুরে ।


## আর কি ভালো লাগে খেলা ছাড়া?
—– আমি পশুপাখি দের
সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। ওদের জন্য আমি ভবিষ্যতে কিছু করতে চাই। আমার
বাড়িতেও আছে অনেক পোষ্য ।
## অনেক শুভেচ্ছা সায়ন তোমাকে তোমার
ভবিষ্যত জীবনের জন্য ।
—– ধন্যবাদ
 চলুন বন্ধুরা আমরাও একটু জিরিয়ে আসি এই পড়ন্ত
বিকেলে ম্যাল রোডে গরম গরম চিজি কর্ন মশলার সাথে। কি চলবে তো
?
যারা
পর্বত-
  পাহাড় আর নদীর সঙ্গম ভালোবাসেন মানালি তাদের
জন্য আদর্শ জায়গা। আর যাবেন কিভাবে তার জন্য গুগল(
Google) বাবা আছে তো, চিন্তা কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *