October 20, 2024

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কারণে কংগ্রেসের উদ্যোগে কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ

1 min read

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কারণে কংগ্রেসের উদ্যোগে কালিয়াগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ অক্টোবর:একটার পর একটা খুন ধর্ষনের অভিযোগে রাজ্যে চরম আইন শৃঙ্খলার প্রতিবাদে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ হয়। অবস্থান বিক্ষোভে কালিয়াগঞ্জ থানার সামনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত দত্ত বলেন সমগ্র পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই।পশ্চিমবঙ্গ বর্তমানে অরাজকতার পীঠস্থান বললে ভুল বলা হবেনা। কংগ্রেস নেতা সুজিত দত্ত বলেন কামদুনি,পার্ক স্ট্রিট, আর জি কর,কৃষ্ণনগর,ফারাক্কা,বালুরঘাট সর্বত্রই প্রতিনিয়ত খুন ধর্ষণ এমন একটি দিন নেই যেদিন পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও ধর্ষণ বা খুন হয়না।

 

শনিবার প্রদেশ কংগ্রেসের ডাকেf রাজ্যের সর্বত্র প্রতিটি থানার সামনে রাজ্যে নারী নির্যাতন ও খুনের প্রতিবাদের বিরুদ্ধে আমরা কংগ্রেস কর্মীরা রাস্তার নেমেছি। কংগ্রেস নেতা তার বক্তব্যে বলেন আমাদের রাজ্যে এখন মহিলা মুখ্যমন্ত্রী হবার পরেও আমরা দেখছি নারী নির্যাতন বন্ধ করতে তিনি কোন উদ্যোগ নেন না।বরং আমরা দেখতে পেলাম আর জি কর হাসপাতালে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসকের গভীর রাতে সরকারি অবেলায় প্রাণ যেতে পারে তা শুধু এই রাজ্য নয় গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষ দেখে এই রাজ্যের আইন শৃঙ্খলার তীব্র প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছে।কংগ্রেস নেতা সুজিত দত্ত বলেন পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলার অবনতির কারণে আমরা কংগ্রেস কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জির হাতে স্মারকলিপিটি দিলাম।তিন দফা দাবি গুলির মধ্যে ছিল নারী নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে,জমিজমা সংক্রান্ত বিষয়গুলির দ্রুত নিস্পত্তি ঘটাতে হবে এবং কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে ড্রাগের নেশা ছড়িয়ে পড়তে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।কালিয়াগঞ্জ থানার সামনের কংগ্রেসের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ টাউন কংগ্রেসের সভাপতি তুলসী জয়সোয়াল, পঙ্কজ পাল,যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত, মহিলা কংগ্রেস নেত্রী মঞ্জুরি দত্ত দাম,কান্তি কুমার রায় সহ শহর ও ব্লকের কংগ্রেসের বিভিন্ নেতৃত্বগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *