কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের এই প্রথম অভিনব শুভ বিজয়ার শুভেচ্ছা যা প্রকৃত অর্থেই হৃদয়ে দাগ কেটে দিল প্রতিটি সদস্যদের
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ অক্টোবর: হা সত্যিই অবাক করার মতই চিন্তা ভাবনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তাদের। যা প্রশংসনীয় বলতেই হবে।খুব একটা বিশাল বড় কাজ না হলেও চিন্তা ভাবনায় এই কাজটি অনেকটাই বড়। জানা যায় প্রতিবছর কালিয়াগঞ্জ প্রেস ক্লাব শুধু শুকনো শুভেচ্ছা ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েই তাদের দায়িত্ব শেষ করে দিত।
কিন্তু এবারের নব নির্বাচিত কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অনুপ জেসওয়াল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী তারা শুভ বিজয়ার মিষ্টান্নে( সন্দেশের মধ্যে) কালিয়াগঞ্জ প্রেসক্লাবের নাম খোদাই করে দিয়ে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নাম প্রতিটি সদস্যদের বাড়িতে গিয়ে দিয়ে আসা যা প্রশংসার দাবি রাখে। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদককে প্রেস ক্লাবের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।