October 27, 2024

টাকায় শিক্ষাঙ্গনে দালাল সিন্ডিকেট ছাত্র নেতাদের তোলাবাজির অভিযোগ

1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথা চুরি গোপনে হয় , ডাকাতি গোপনে হয় না।ডাকাতের মতো  দাদাগিরি গোপনে হয় না বলেই শিক্ষাঙ্গনে দালাল সিন্ডিকেট টিএমসিপি ছাত্র সংসদের ছাত্র নেতাদের তোলা বাজের রোষে কলেজে কলেজে ছাত্র ছাত্রীদের ভর্তির সমস্যা, হয়রানি এবং বিশ্ব বাংলায় শিক্ষাঙ্গন যেভাবে কলুষিত হচ্ছে সেই দূষনের হাত শিক্ষাঙ্গনকে বাঁচাতে শেষ অবধি কলেজ ক্যাম্পাসে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন কলেজে দালাল সিন্ডিকেট ছাত্র নেতাদের ইতি কাহিনী সংবাদ মাধ্যমে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এরই জেরে বিশ্ব বাংলার শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করে তোলা  টিএমসিপি ছাত্র সংসদের ছাত্র নেতাদের এহেন সিন্ডিকেট ব্যাবসার বিরুদ্ধে সরব হয়েই দূষন গন্ধ রোধে  কলেজ ক্যাম্পাসে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কোথাও এই ব্যবসা ডাকাতের পর্যায়ে আবার কোথাও চুরির পর্যায়ে। শুধু কলকাতা শহরেই নয় , প্রতিটি জেলায় প্রতিটি কলেজে এই সিন্ডিকেট ভাইরাস ছড়িয়ে পরেছে বলে মন্তব্য করলেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা। রাজ্য রাজনৈতিক ময়দানে দলেরই ছাত্র সংগঠনের এহেন কীর্তিকলাপে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কলেজ ময়দানে নেমে পরা সহ পুলিশের কাছে অভিযোগ জানানো এবং ছাত্র নেতাদের গ্রেপ্তার সব ঘটনাই পরিবর্তন সরকারের আমলে নজিরবিহীন। অনেকেই বলছেন শিক্ষা নিতে ও শিক্ষা দিতে অর্থাৎ ছাত্র ভর্তি ও শিক্ষক নিয়োগে যেভাবে চুরি ডাকাতির মতো তোলাবাজি অক্টোপাস বিশ্ব বাংলার শিক্ষাঙ্গনের মাটিকে জড়িয়ে ধরছে তাতে করে সেই মাটি যে ক্রমাগত অনুর্বর হয়ে পরছে, শিক্ষাঙ্গনের পরিবেশ দুষিত হয়ে পড়ছে সেই বিষয়ে অনেকেই একমত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *