মৃত শ্রমিকদের এক কালীন সাহায্য দেবার জন্য মুখ্য মন্ত্রীর কাছে চিঠি দিলেন মোহিত সেনগুপ্ত
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর প্রদেশের পিলভিটে শ্রমিকের কাজ করতে গিয়ে উত্তর দিনাজপুরের ৬জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাগঞ্জ ও ইটাহারে শোকের ছায়া নেমে আসে।বৃহস্পতিবার মৃতদেহগুলো মৃতের পরিবারের কাছে এলে রায়গঞ্জের আলঙ্গিয়া,ট্যাগড়া ইটাহারের পাজল ও বাড়িওল গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত জেলার মৃত ৬জন শ্রমিকের পরিবার যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক কালীন সাহায্য পেতে পারে তার জন্য তিনি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের কাছে বৃহস্পতিবার চিঠি দিয়ে অনুরোধ জানালেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});