উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই তৈরি হবে
1 min readউত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই তৈরি হবে
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই তৈরি হবে। ২৫ জনের জেলা কমিটি হবে বলে দল সূত্রে জানা গিয়েছে। এতে দলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নতুন কমিটিতে কে কে স্থান পাবেন এবং কে কে বাদ পড়তে চলেছেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি রাজ্য থেকে এখনও ব্লক এবং টাউন সভাপতিদের নাম ঘোষণা করেনি। ফলে তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। এনিয়ে গ্রামের বাজার ঘাট থেকে শহরের চায়ের ঠেক সর্বত্রই চর্চা চলছে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, দলের নির্দশ আছে ২৫ জনের জেলা কমিটি তৈরি করার। শীঘ্রই ২৫ জনের জেলা কমিটি তৈরি করব। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করব।
ব্লক ও টাউন কমিটির সভাপতিদের নাম ঘোষণা রাজ্য থেকে করবে। আইএনটিটিইউসি, মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন সভাপতিদের নামের ঘোষণাও রাজ্য থেকেই হবে। রাজনৈতিক মহলে আলোচনা, গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তিনি পরাজিত হন। এরপরে দল তাঁকে জেলা সভাপতি করে। গত বছর ১৬ আগস্ট রাজ্যের একাধিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়। কিন্তু এই জেলায় কানাইয়াবাবুকেই সভাপতি রাখা হয়। এবারও ১ আগস্ট ফের কানাইয়াবাবুর উপর দল আস্থা রেখে পুনরায় জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। গত লোকসভা নির্বাচনে হারের পর, বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে দলের প্রার্থী হয়েও হারের মুখ দেখতে হয়েছে কানাইয়াবাবুকে। যদিও পুরসভা নির্বাচনে কানাইয়াবাবুর নেতৃত্বে দল ভালো ফল করেছে। ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জ পুরসভায় নির্বাচন হয়েছে। তিনটিতেই তৃণমূল বোর্ড গঠন করেছে। এদিকে, এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসও প্রস্তুতি নিতে শুরু করেছে। তা বারবার রাজ্য নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে দলকে বিপুল জয় দেওয়াই কানাইয়াবাবুর চ্যালেজ্ঞ। তাই সংগঠনকে মজবুত করতে হলে দক্ষদের জেলা কমিটিতে স্থান দিতে হবে। সেই সঙ্গে গোষ্ঠী কাজিয়াও সামাল দিতে হবে। এই পরিস্থিতিতে আগের কমিটিতে যাঁরা ছিলেন তাঁরা সকলেই নতুন জেলা কমিটিতে স্থান পাবেন কিনা তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে অবশ্য কানাইয়াবাবু পরিষ্কার কিছু বলেননি। তিনি বলেন, সকলের সঙ্গে আলোচনার মাধ্যমেই জেলা কমিটি গঠন করা হবে।