October 23, 2024

ফের বঞ্চনার শিকার বাংলা!

1 min read

ফের বঞ্চনার শিকার বাংলা!

 ফের বঞ্চনার শিকার বাংলা! এবার স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনের বৈঠকেও। রাজ্যের আর্থিক পাওনাগণ্ডা মেটানো উদ্যোগ দেখা যাচ্ছে না মোদি সরকারের তরফে। এবার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও কিছুই বলতে দেওয়া হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গিয়েছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা কে না জানে! তা সত্ত্বেও এদিন ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের জাতীয় কমিটির বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও প্রস্তাব বা পরামর্শ নেওয়া হয়নি। উল্টে ১৫-২০ দিন আগে অস্থায়ীভাবে বাংলার রাজ্যপাল পদে বসা লা গণেশনকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ মমতা। প্রশ্ন উঠছে, স্রেফ প্রধানমন্ত্রীর চিরাচরিত ‘ভাষণ’ শোনার জন্যই ঩কি ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীকে?
আর কত অপমান করা হবে বাংলাকে?এভাবে নেত্রীকে বৈঠকে ডেকে ‘অপমানে’র অভিযোগের পাশাপাশি ন্যায্য আর্থিক পাওনা আটকে রাখা নিয়েও এবার সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জনস্বার্থ বিরোধী, এই অভিমুখে চলবে আক্রমণ। কারণ, রাজ্যের বকেয়া ইস্যুতে একইসঙ্গে মোদি সরকার এবং বঙ্গ বিজেপিকে কোণঠাসা করতে চায় রাজ্যের শাসকদল। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের বকেয়া এখন ১ লক্ষ কোটি টাকারও বেশি। জনসেবার স্বার্থে তা চাইতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। তারপর এদিনই মোদিকে ছ’পাতার লম্বা-চওড়া চিঠি লিখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সেই প্রাপ্য টাকা আটকানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ তৃণমূলের। অর্থাৎ, বাংলার উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপিই। দলনেত্রীর নির্দেশে আগামী কাল, সোমবার লোকসভায় বিষয়টি তুলবেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১৭ তম বৈঠকেও মুখোমুখি হবেন মোদি-মমতা। আজ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ওই বৈঠক হবে। আজকের বৈঠকেও মুখ্যমন্ত্রী তথা বাংলাকে অপমান করার আশঙ্কা বাড়ছে। নীতি আয়োগের বৈঠকের এজেন্ডা হল, জাতীয় শিক্ষানীতির রূপায়ণ, বিকল্প চাষ, ভোজ্য‌ তেল ও ডাল উৎপাদনে আত্মনির্ভরতা এবং শহরের প্রশাসন (আরবান গভর্নেন্স)। এই এজেন্ডার বাইরে গিয়েও বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের একজোট করে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগে মমতা সরব হন কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল চরমে। সূত্রের খবর, রবিবার দুপুর ৩টের বিমানে কলকাতা ফিরছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *