চেক আপ করিয়ে এসএসকেএম ছাড়ার সময় গরুচোর আওয়াজ শুনলেন অনুব্রত মন্ডল
1 min readচেক আপ করিয়ে এসএসকেএম ছাড়ার সময় গরুচোর আওয়াজ শুনলেন অনুব্রত মন্ডল
এর আগে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়া পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক মহিলা। এবার এসএসকেএম হাসপাতালে চেকআপ করিয়ে বেরনোর সময় ‘চোর’, ‘গরুচোর’ আওয়াজ শুনতে হল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। সোমবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন অনুব্রত। এসেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি।এদিন চেক আপের পর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান উঠে। বিদ্রুপ করা হয় ‘গরুচোর’ বলেও। তবে নিরাপত্তারক্ষীরা তৃণমূল নেতার ওখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যান। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসকেএমে হাসপাতালে চেকআপ করাতে আসেন অনুব্রত মন্ডল। দীর্ঘক্ষণ তাঁর চেকআপ চলে। কিছু ক্রনিক সমস্যা ছাড়া তার বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। ফলে চিকিৎসকরা তাঁকে ভর্তি না করেই ছেড়ে দেন।
চেক আপ হয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ হাসপাতালের ২১৬ নম্বর কেবিনে বসেছিলেন তিনি। বিকেল পৌনে চারটে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। তখনই তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন হাসপাতাল চত্বরে থাকা রোগীর আত্মীয়রা। নিরাপত্তার ব্যারিকেডের বাইরে থেকে স্লোগান দিতে থাকেন তাঁরা।আমজনতা সরকারি হাসপাতালে গেলে সহজে ভর্তি হতে পারেন না। অনেক অপেক্ষার পর চিকিৎসকের দেখা মেলে। অথচ অনুব্রতর মতো নেতাদের জন্য আগে থেকে কেবিন বুক করা থাকে। তাঁদের চিকিৎসার জন্য অনেক সময়ই সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সবাই।