December 24, 2024

বিপদ বেড়েই চলেছে রিয়েল লাইফ ‘পুষ্পা’-র ।

1 min read

বিপদ বেড়েই চলেছে রিয়েল লাইফ ‘পুষ্পা’-র ।

বিপদ বেড়েই চলেছে রিয়েল লাইফ ‘পুষ্পা’-র । এ বার কংগ্রেস নেতার রোষানলে পড়লেন তিনি। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন তেলঙ্গানার কংগ্রেস নেতা তিনমার মাল্লান্নার। তাঁর অভিযোগ, পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে অভিনেতার এই সুপারহিট ছবিতে।ছবির একটি দৃশ্যে অভিনেতা ফাহাদ ফাজিল অভিনীত চরিত্র এসপি ‘ভঁওয়ার সিং শেখাওয়াত’-কে সুইমিং পুলে ফেল দেয় ‘

 

পুষ্পা’ আল্লু। তার পর মদ্যপ অবস্থায় ‘পুষ্পা’ সেই সুইমিং পুলে মূত্রত্যাগ করে। কংগ্রেস নেতার দাবি, এমন দৃশ্য পুলিশবাহিনীর জন্য অত্যন্ত অপমানজনক। অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পরিচালক সুকুমার, মুখ্য চরিত্রের অভিনেতা আল্লু অর্জুন এবং প্রযোজকদের বিরুদ্ধে হায়দরাবাদের মেদিপল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কংগ্রেস নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *