October 26, 2024

শারদীয় উৎসব উপলক্ষে সবাইকে আগাম আন্তরিক শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ-  আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সবাইকে আগাম আন্তরিক শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ।

 এ উৎসব সর্বজনীন।সাম্প্রদায়িক
সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে
এলাকার  উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান
রাখার আহ্বান জানিয়ে
পৌরপতি  বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ
নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা
করি।


তিনি  বলেন “আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের
ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের
সম্মিলিত প্রচেষ্টায় আমরা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।” 


  পৌরপতি বলেন, “যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে
মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী
শান্তি ও মানব কল্যাণ।“হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য
প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত
বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি
প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।”

এদিন কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পূজার ফিতা কেটে উদ্বোধন  করেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল  উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি মটর শ্রমিক সংগঠনের কালিয়াগঞ্জ ইউনিটের সভাপতি উজ্বল সাহা,বিশিষ্ট শ্রমিক নেতা শ্যামা সিকদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।


এরপর সেখান থেকে চলে যান পৌরপতি কালিয়াগঞ্জ পৌরসভা  সেখানে  পৌরসভার কর্মীদের দেখা যায় অফিসের পূজাকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায় পুজো মন্ডবে পুজো শেষ হওয়ার পর একপাশে ঢাকি অপর পাশে  পুরহিত কে সাথে   নিয়ে পৌরসভা প্রতিটি ঘরে ঘরে পুজো দিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 একদিকে ঢাকের বাদ্য অপরদিকে ধুনুচি গন্ধে মহুময় হয়ে  পৌরসভার পৌরপতি  কার্তিক চন্দ্র পাল জানিয়ে দিল মা আসছেন, প্রস্তুত থাকুন সকলেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *