October 24, 2024

ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের মূল্যবান ও প্রতিষ্ঠিত নাগরিক গড়তে দক্ষিণ দিনাজপুর জেলায় জন্ম নিলো বালুরঘাট ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে বার্ড

1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,16ই সেপ্টেম্বর:-আজকের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের মূল্যবান ও প্রতিষ্ঠিত নাগরিক গড়তে দক্ষিণ দিনাজপুর জেলায় জন্ম নিলো বালুরঘাট ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে বার্ড l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই গবেষণা প্রতিষ্ঠানটি মূলত দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা ,সংস্কৃতি ,পরিবেশ ও উন্নয়ন  সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা  ও গবেষণা লব্ধ বিষয় থেকে জেলার সার্বিক  উন্নয়নই মূল লক্ষ বলে জানিয়েছেন সংস্থার কো-অর্ডিনেটর তুহিন শুভ্র মন্ডল l  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দক্ষিণ দিনাজপুর জেলা লাইব্রেরির সভা হলে জেলা পুলিশ সুপার প্রসুন ব্যানার্জী, জেলা সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালামের ছাত্র তথা শিক্ষাবিদ অরূপ রায়চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলা লাইব্রেরির লাইব্রেরিয়ান অনুপ মন্ডল সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে বার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হয় লোগো প্রকাশের মধ্যে দিয়ে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সংস্থাটির লোগো উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় l  অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকগন তাদের বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখেন l  উদ্বোধনের পর ইন্টারেক্টিভ সেশনে ভারত বর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা পরমাণু বিজ্ঞানী ডঃ এ.পি.জে আব্দুল এর ছাত্র তথা শিক্ষাবিদ অরূপ রায়চৌধুরী তার বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম কে নিয়ে তার বিভিন্ন স্মৃতি রোমন্থন  করেন। বার্ডের কর্নধার তুহিন শুভ্র মন্ডল বলেন বার্ড একাধারে শিক্ষা, জেলার বিকাশ, পরিবেশ,সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ইতি মধ্যে দেশ বিদেশের  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এ বিষয় আলোচনা চলছে। তিনি জানান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় নদী নিয়ে যৌথ গবেষণার প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ইতিহাসের জনশ্রুতি নিয়ে যৌথ গবেষণা করতে আগ্রহ প্রকাশ করেছে l দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় জানান  প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালামের ভাবধারায় তৈরী বার্ড নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলা শুরু করলো l আগামীতে তাদের শ্রীবৃদ্ধির আশা রাখি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *