October 23, 2024

একশো সাত বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী সোমরা ওঁরাও- এর আরোগ্য প্রার্থনায় সৃজনকথা

1 min read


তুহিন শুভ্র মন্ডল দেশে এখন ভোটের দামামা।সবার দৃষ্টি এখন নিবদ্ধ সেই দিকেই।কিন্ত তাতেও নিজেদের কর্তব্য ভুলে যায়নি দক্ষিণ দিনাজপুর জেলার  শিল্পীদের সমন্বয়কারী সংস্থা সৃজনকথা।জেলার একমাত্র জীবিত স্বাধীনতা সংগ্রামী তপন ব্লকের কৈকুড়ি গ্রামের সোমরা ওঁরাও- এর অসুস্থতার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আজ তাকে দেখতে এবং তার পরিবার বর্গের সাথে দেখা করার জন্য সৃজনকথার পক্ষ থেকে গিয়েছিলেন  কো- অর্ডিনেটর রীনা সিংহ রায়,সদস্যা তনিমা দত্ত,  অ্যানি দত্ত, বর্ণালী সিংহ রায়, মাধব রায়রা। প্রসঙ্গত গত দোসরা এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে বালুরঘাটে জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অংশগ্রহণকারী সোমরা ওঁরাও।


তাঁর দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।যদিও এখন শরীর একটু ভালো।আজ নিজে হাতে ভাত মেখে খেতে চেয়েছেন দাদু- জানালেন নাত বৌ অঞ্জলি ওঁরাও।তিনি আরও বলেন- আমরা যে এমন একপা মানুষের সেবা করতে পারছি এতেই আমরা গর্বিত ।আপনারা প্রার্থনা করেন আমরা যেন ভালোমত বাড়ি নিয়ে যেতে পারি-

 বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি দেবী।সৃজনকথার কো- অর্ডিনেটর রীনা সিংহ রায় জানান- সংবাদমাধ্যমে এই মন খারাপ করা খবরটি প্রকাশিত হতেই আমরা কর্তব্য স্থির করে নিই।তনিমা এই বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায়।আমরা আজ সৃজনকথার সবার পক্ষ থেকে ওঁনার আরোগ্য প্রার্থনা করে ফল ও যৎসামান্য অর্থসাহায্য তুলে দিলাম।ওনার মত মানুষের জন্য আমরা গর্বিত ।এটা আমাদের অতি ক্ষুদ্র প্রচেষ্টা। সোমরা ওঁরাও- এর নাতি কার্তিক ওঁরাও বলেন- এই কদিন কাউকেই আমরা পাশে পাইনি।আজ সৃজনকথার পক্ষ থেকে পাশে দাঁড়ানোর ভরসাতে সাহস পেয়েছি।এই পাঁচহাজার টাকা  দাদুর ওষুধ ও অন্য চিকিৎসার কাজে লাগবে।ওনারা যে কোন প্রয়োজনে ফোন করতে বলেছেন।আমরা ভীষন খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *