October 21, 2024

ভোটকর্মীদের নিরাপত্তায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী চাই: দাবী তুললো ভোটকর্মী ঐক্য মঞ্চ

1 min read

তুহিন শুভ্র মন্ডল ভোটকর্মীদের পরিবার জানে কতটা উদ্বিগ্ন অবস্থায় থাকতে হয়।কতটা দুশ্চিন্তা থাকে।মানুষটা ভোট নিতে গেল ফিরবে তো! তার মধ্যে গতবারের ভয়ংকর ঘটনার অভিজ্ঞতা আরও শঙ্কিত করেছে তাদের।দিনহাটা, রায়গঞ্জ সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেই ভোটকর্মীরা দাবী তুলেছিলেন ।দাবী উঠেছিল বালুরঘাটেও।এবার ভোটকর্মী ঐক্যমঞ্চ গড়ে জেলাশাসক কে  স্মারকলিপি দিলেন তারা।বালুরঘাটের আর্য সমিতি মাঠে জমায়েত হয়ে শহরে পদযাত্রাও করেন তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাদের দাবী নিরাপত্তা।নিরাপদে বাড়ি ফিরে আসার নিশ্চয়তা।কোথাও যাতে কোন অসুবিধা না হয় তার ব্যবস্থা সুনিশ্চিত করা।এর আগে একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।তাদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের।কিন্ত তাতেও আশ্বস্ত হচ্ছেন না তারা।আর হওয়ার কথাও না।তাই পরিস্থিতি পর্যালোচনা করে একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবী তুলেছেন তারা।ভোটকর্মী ঐক্যমঞ্চের পক্ষে বিশ্বজিত প্রামাণিক বলেন- জেলাশাসক বলেছেন যা কেন্দ্রীয় বাহিনী আসবে সবাইকে নিয়োগ করা হবে।কিন্ত আমরা নিরাপত্তা চাই।ভোট করতে যেতে আমাদের আপত্তি নেই।কিন্ত আমরা নিরাপদে বাড়ি ফিরতে চাই।এটা সুনিশ্চিত হোক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *