October 23, 2024

ডিজিটাল কায়দায় এবার পঞ্চায়েত নির্বাচনে ঝাপাবে উত্তর দিনাজপুর জেলার সিপিএম ।

1 min read
কাজল মণ্ডল (বর্তমানের কথা): এবার পঞ্চায়েত নির্বাচনে হারানো শক্তি ফিরে পেতে নতুন পন্থা অবলম্বন করছে উত্তর দিনাজপুরে জেলা সিপিএম 
একাধিক বার ক্ষমতা হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়া জেলা সিপিএম এবার তাদের সর্বস্ব শক্তি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সম্মেলনে
র মধ্য দিয়ে তারা ঘুরে দাডানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে । দলসূত্রে জানা গেছে প্রবীণদের পাশাপাশি নবীনদের ও আহ্বান জানানো হচ্ছে  জেলা কমিটিতে । বিগত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিটে জিতে নির্বাচিত সদস্যরা দলবদল করে শাসক দলে ভিড জমিযে ছিলেন। এর ফলেই দল ভাঙতে শুরু করে দেয় । এবার পঞ্চায়েত নির্বাচনের পাখির চোখ করে আবার ঘুরে দাডানোর চেষ্টা চালাবে জেলা সিপিএম । ভাঙন এর মুখ থেকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজাই এবার সিপিএমের জেলা সম্মেলনে সব থেকে বড়ো চ্যলেঞ্জ ।সিপিএম দল সূত্রে  জানা যায়  আগামী ২৮ ও ২৯ জানুয়ারি ২২তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হবে ইসলামপুরে । প্রথম দিন কোর্ট ময়দানে এই সম্মিলনের আয়োজন করা হবে।যেখানে উপস্থিত থাকবেন 
রায়গঞ্জের সংসদ সদস্য মহম্মদ সেলিম, অশোক ভট্টাচার্য, মানব মুখোপাধ্যায় সহ অনেকেই। ২৯ তারিখে ক্ষুদিরামপল্লির ক্ষুদিরাম ভবনে সম্মেলন হবে। জেলার বিভিন্ন এলাকার দলীয় প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবে। সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে রীতিমতো একটা  চ্যালেঞ্জ।  গুণ্ডা  বাহিনীর হাত থেকে পঞ্চায়েতগুলি উদ্ধার করার বার্তা নিয়ে জেলা সম্মেলন শুরু করছি। নির্বাচিত সদস্যরা কেউ ইচ্ছাকৃতভাবে দলবদল করেননি। তাঁদেরকে ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে চাপে ফেলে দলবদলে বাধ্য করা হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে জেলা কমিটিতে নতুন মুখ আসবে। 
জেলার উন্নয়নের একাধিক দাবিতে আন্দোলন চলছে। তা আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *