October 25, 2024

একতাই সম্প্রীতির অনুষ্ঠানের সূচনায় জেলা সভাধিপতি ও জেলা শাসক

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃতীয় পর্যায়ের একতাই সম্প্রীতির অনুষ্ঠানের সূচনা করলেন ফ্ল্যাগ নাড়িয়ে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষধের সভাধিপতি কবিতা বর্মন ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সাথে বেশ কিছু আধিকারিক।
মাননীয়া মমতা বন্দোপাধ্যাযের অনুপ্রেরণায় সৌহার্দ্য,সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে আজ এই অভিনব অনুষ্ঠানের সূচনা হয়।এই বিশেষ অনুষ্ঠানে ভ্রাম্যমান ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দপ্তরের ট্যাবলোর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন এই অনুষ্ঠান চলবে আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত।শুক্রবার বিকেলে রায়গঞ্জ রবীন্দ্র ভবনে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে
 এই তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানএকতাই  সম্প্রীতির এই অনুষ্ঠানের মূল ব্যবস্থ্যপনায় উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।  
উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবনাথ এই বর্ণময় সাংষ্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সবার সহযোগিতা ও  অনুষ্ঠানে আসবার জন্য আহ্বান জানিয়েছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *