December 12, 2024

শিশু কন্যাকে বিক্রি করার চেষ্টা অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরূদ্ধে

1 min read

 মালদা (বর্তমানের কথা) : শিশু কন্যাকে বিক্রি করার চেষ্টা করেছিল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা ৷ পেটের সন্তানকে বিক্রি করতে চাননি মা ৷ তাই শীতের রাতে কোলের মেয়ে সহ স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় স্বামী ৷ রাতে ওই বধূ মেয়ে কোলে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বসতে বাধ্য হয়েছিলেন ৷ তা দেখে এগিয়ে আসেন স্থানীয় এক গৃহবধূ ৷ মানবিকতার খাতিরে বাচ্চা সহ মা’কে নিজের বাড়ির পাশে একটি গ্যারেজ ঘরের বারান্দায় আশ্রয় দেন ৷ রাতে নিরাশ্রয় বধূকে খেতেও দেন তিনি ৷ খবর পেয়ে এদিন বাচ্চা সহ ওই বধূকে সরকারি হোমে নিয়ে যায় পুলিশ ৷ কোনও প্রত্যন্ত এলাকার ঘটনা নয় ৷ এই ঘটনার সাক্ষী থেকেছে খোদ মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকার মানুষজন ৷
যদিও শিশু বিক্রির ঘটনার কথা অস্বিকার করেছে পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *