পাঁচ দিন পর হলো সরস্বতী পূজো উত্তর দিনাজপুরে
1 min readশঙ্কর গুপ্তা (বর্তমানের কথা) ঃগ্রামবাসীদের চাপে পরে পাঁচদিন বাদে বিদ্যালয়ে সরস্বতী পুজা। এমনই ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তবে পুজোর দিনে পুজো না হওয়ায় মন খারাপ হয়ে থাকা স্কুলের পড়ুয়ারা আজ আনন্দে মেতে উঠল। আজ যে তাদের স্কুলে সরস্বতী পুজা হচ্ছে!সরস্বতী পুজার দিনে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা করে থাকে। কিন্তু রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কোনও নির্দেশিকা না পাওয়ার অজুহাত তুলে পুজোই করেনি। এই ঘটনা নিয়ে এলাকার বাসিন্দা থেকে পড়ুয়াদের অভিভাবকেরা ক্ষোভে ফেটে পরেন। আজ স্কুল খুলতেই বিক্ষোভ দেখান তারা এবং চাপ দেন আজই বিদ্যালয়ে সরস্বতীপূজা করতে হবে।এরপর একপ্রকার গ্রামের বাসিন্দা আর অভিভাবকদের চাপে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় পুরোহিতের পরামর্শে আজই সরস্বতী পুজার আয়োজন করে। তবে পাঁচদিন পরে হলেও বিদ্যালয়ে সরস্বতী পুজা হওয়াতে আনন্দে খুদে পড়ুয়ারা। রীতিমতো শাড়ি পরে সেজেগুজে বিদ্যালয়ে সরস্বতী পুজার আনন্দ উপভোগ করছে তারা।