পঞ্ছায়েত নির্বাচনের আগে রাজ্যে বুথে বুথে রক্ষক বাহিনী তৈরি করছে বিজেপি
1 min readনিজস্ব প্রতিনিধি ,(বর্তমানের কথা) ঃ পঞ্ছায়েত নির্বাচনের আগে রাজ্যে বুথে বুথে রক্ষক বাহিনী তৈরি করছে বিজেপি। লাঠি হাতে বুথ দখল করতে নয়, মানুষকে ভোট গ্রহণ কেন্দ্র মুখী করতেই মূলত গঠন করা হচ্ছে এই রক্ষকবাহিনী। তবে নির্বাচন চলাকালীন যে কোনও প্রশ্নের উত্তর দিতেও তৈরি থাকবে এই বাহিনী। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে কর্মীসভা শেষে এমনটাই জানালেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।এছাড়াও সোমবারের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মজুত থাকলেও তার ব্যবহার কতটা হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দেবজিৎ বাবু। তাঁর দাবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাহিনী পাঠালেও তা পরিচালনার দায়িত্ব থাকে রাজ্য সরকারের উপর। ফলে বাহিনী সঠিক ভাবে ব্যবহার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।শান্তিপূর্ণ ভোট হলে বিজেপিই জিতবে বলেও মন্তব্য করেন এদিন দেবজিৎ সরকার। এদিকে উপনির্বাচনের পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আবেদনও জানানো হবে বলে জানান তিনি। এদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের প্রতিটি বুথে দশজনের একটি বুথ রক্ষা কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলেন যুবমোর্চার রাজ্য সভাপতি। তাঁদের মূল দায়িত্ব হবে মানুষকে বুথমুখী করা। তবে সেক্ষেত্রে যেমন প্রশ্ন আসবে তেমন উত্তর দিতেও প্রস্তুত থাকবে বাহিনীর সদস্যরা বলেও জানিয়েছেন যুব মোর্চার রাজ্যসভাপতি দেবজিৎ সরকার।