আসানসোল শহরের সম্প্রীতি হলে আইনের ট্রেনিং প্রোগ্রামে সাইবার ক্রাইম , পকসো ও আইপিসি উপর আলোকপাত
1 min readবর্তমানের কথা :আইন শুধু আদালত চত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সেটা দেখা গেল আজকে আসানসোল শহরের সম্প্রীতি হলে আইনের ট্রেনিং প্রোগ্রামে .উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন চারটি জেলার পিপি , জিপি , জুডিসিয়াল সেক্রেটারি , এনউজিএস প্রফেসর এবং কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী এবং অনুষ্ঠানের পৌরহিত্য করেন পঃবঙ্গ সরকারের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় . সম্প্রীতি হলে আইন বিষয়ে ট্রেনিং অনুষ্ঠানে সাইবার ক্রাইম , পকসো ও আইপিসি ইত্যাদি উপর আলোকপাত করা হয়. আগামীদিনে আইনের উপর মানুষের ভরসা এবং আইনকে যথাযথ সঠিক ভাবে প্রয়োগ করা হয় সেইদিক টি আজকের ট্রেনিং প্রোগ্রামে তুলে ধরা হয়েছে