December 22, 2024

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের উদ্ভাসিত 25 বছরের অন্তিম পর্বের নাট্য মেলায় নাট্য বিষয়ক আলোচনা চক্র পেশাদারী থিয়েটার থিয়েটারের পেশাদারিত্ব

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67

তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর রবিবার বিকালে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত 5 দিনের অনন্য নাট্যামেলায় নাটকের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের বিষয় ছিল পেশাদারী থিয়েটার-থিয়েটারের পেশাদারিত্ব।নাট্য বিষয়ের সেমিনারের মূল বক্তা ছিল বিশিষ্ট নাট্য পরিচালক তথা কলকাতার দৃশ্যপট নাট্য সংস্থার কর্নধার ও গোপালভার খ্যাত অনির্বান ভট্টাচার্য।সেমিনারের শুরুতেই কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কর্ণধার বিভূ ভূষণ সাহা সেমিনারের মুখবন্ধে আলোকপাত করে বলেন আমরা নাটককে ভালোবেসে নাটক করি।নাটকের পেশাদারিত্বের সেই গভীর জায়গায় যেতে পারিনি।নাটক করে যাই এইমাত্র।তবে আমরা নাটকের পেসাদারিত্বে যেতে না পারলেও গ্রামের যে সমস্ত লোকনাট্যের দল আছে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় পৌছেতে পেরেছে।যা আমরা এখনো হয়ে উঠতে পারিনি।সেমিনারের মূল আলোচক অনির্বান ভট্টাচার্য বলেন নাটকে একসময় পেশাদারিত্বের ব্যাপার থাকলেও বর্তমানে তাকে দূরবীন দিয়ে খুঁজলে হয়তোবা দু একজনকে পেলেও পাওয়া যেতে পারে।একসময় উৎপল দত্ত।মহেন্দ্র গুপ্ত সাবিত্রী চট্টোপাধ্যায় গিরিশ ঘোষ পেশাদারী নাটকের সাথে যুক্ত থাকলেও সেই ধারা ধরে রাখা যায়নি।সেমিনারে অনির্বান ভট্টাচার্যের বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে  কালিয়াগঞ্জের নাট্য প্রেমী মানুষেরা অপেক্ষা করে থাকেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *