November 7, 2024

মালদায়এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিলো ছিনতাইকারীরা

1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা : রেল বাজেটে যাত্রী সুরক্ষায় কেন্দ্র জোর দিলেও আবারও রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।ঘন্টা কয়েকের ব্যবধানে দুটি এক্সপ্রেস ট্রেনে ছিনতায়ের ঘটনা ঘটলো মালদায়।ঘটনায় ছিনতাই করে এক যাত্রীকে চলন্ত ট্রেনে থেকে ফেলে দিলো ছিনতাইকারীরা।দুটি ঘটনায় মালদা রেল আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে আক্রান্তদের পরিবারবর্গ।
প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাটেবাজার এক্সপ্রেস ট্রেনে।জানাগেছে,মালদার ইংরেজবাজার থানার ডারসাল্লা গ্রামের বাসিন্দা অরুন চৌধুরী(২৫) পেশায় রং মিস্ত্রি।কাজের উদ্দেশ্যে রবিবার রাতে এই ব্যক্তি হাটেবাজার এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় করে কলকাতা যাচ্ছিলেন।মালদা স্টেশন থেকে ট্রেন বেরোতেই কয়েকজন দুষ্কৃতী অরুন চৌধুরীকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।রং মিস্ত্রি অরুন চৌধুরীর কাছে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা।ঘটনার খবর পেয়ে রেল পুলিশ রাতেই আহত যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে সেখানেই ওই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।ট্রেনে উঠতে গিয়ে ছিনতাইকারীরা এক ব্যাক্তির কাছ থেকে ছিনতাই চালায়।জানাগেছে,সোমবার সকালে ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকার বাসিন্দা মনোজ সরকার কলকাতার উদ্দেশ্যে একটি এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন।মনোজ বাবু পেশায়   কোন্টাক্টার।তিনি অভিযোগ করে জানান,কলকাতার জন্য ট্রেনে উঠতে গিয়েই এক দুষ্কৃতী আমার পকেটে হাত ভরে ছিনতাই করে।পাকড়াও করার চেষ্টা করলে আমার মোবাইল ফোন নিয়েই পালাই”।ফোনটি নামিদামি কোম্পানির ছিলো বলে জানান মনোজ বাবু।
এদিকে দুটি ঘটনায় মালদা টাউন স্টেশনের কর্তাদের কাছে অভিযোগ জানানো হয়েছে।তবে বারংবার রেল যাত্রীদের ওপর এমতো অত্যাচারের মতো ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে রেল কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *