তিন দিন ব্যাপী ইটাহার ভারত সেবা শ্রমের বাৎসরিক অনুষ্ঠান শুরু হল
1 min read(বর্তমানের কথা) ঃতিন দিন ব্যাপী ইটাহার ভারত সেবা শ্রমের বাৎসরিক অনুষ্ঠান শুরু হল ইটাহারে । ভারত সেবাশ্রম প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়, শনিবার অনুষ্ঠান কে ঘিরে সকাল সকাল আশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভা ও আদিবাসী নৃত্যের তালে তালে ইটাহারে বিভিন্ন রাস্তা ঘাট পরিক্রমা করা হয়, পাশাপাশি আশ্রম প্রাঙ্গণে চলে নাম যোগ্য অনুষ্ঠান সহ ধর্মিয় আলোচনা করা।এদিনের কর্মসূচি কে ঘিরে আশ্রম প্রাঙ্গণে সাধারণ মানুষের সমাগম হয় । ছিলেন রায়গঞ্জ ভারত সেবাশ্রমের স্বামীজী মহারাজ সহ অন্যান্য স্বামীজি । অনুষ্ঠান কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অন্য ভোগের ব্যবস্থা করা হয় আশ্রমের তরফে ।