October 31, 2024

স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ শহরের সৌন্দর্যায়নের পথে আরো এক কদম এগিয়ে গেলো কালিয়াগঞ্জ পৌরসভা

1 min read
তন্ময় চক্রবর্তী (বর্তমানের কথা) ঃ  স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ শহরের সৌন্দর্যায়নের পথে আরো এক কদম এগিয়ে গেলো কালিয়াগঞ্জ পৌরসভা। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের একটি অনুষ্ঠানে এসে পৌরসভার উদ্যগে স্বামীজীর আবক্ষ মূর্তি উন্মোচিত করে একখা বললেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।তিনি বলেন আগামী দিনে কালিয়াগঞ্জের সৌন্দর্যয়নে নানান ধরনের পরিকল্পনা নিচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা।উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক আলোর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে বিভিন্ন মুনি 



ঋষিদের আবক্ষ মূর্তি।তিনি আরো বলেন শহর কে সুন্দর করে তুলতে কালিয়াগঞ্জ পৌরসভা বদ্ধ পরিকর।শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মন পরিষ্কার থাকে আর তখনই শহর এক নতুন মাত্রা পায় মানুষের কাছে।এদিন তাই অনুষ্ঠানে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী বিকশাতানন্দ মহারাজ, কমিশনার মিলন বিশ্বকর্মা,বিশিষ্ট সমাজসেবী ঈশ্বর রজক সহ আরো অনেকে।স্বামীজীর আবক্ষ মূর্তির উন্মোচনের আগে বন্যাদ্য শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গন থেকে প্ৰণবানন্দ সরণিতে একটি শোভা যাত্রা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *