জলপাইগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, আটকে একাধিক ট্রেন
1 min readজলপাইগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, আটকে একাধিক ট্রেন
জলপাইগুড়ি থেকে আমা দের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তী জানাছেন ===
রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডাবল লাইনের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এর জেরে আটকে পড়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ধূপগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কামরূপ এক্সপ্রেস। দোমহনী স্টেশন এ দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসও। রেল দপ্তরের আধিকারিকরা বলেন, বেশ কয়েকটি ট্রেন কে আলিপুরদুয়ার দিয়ে সেবক রুটে চালানো হচ্ছে। সে ক্ষেত্রে যদি সময় লাগে তাহলে এই ট্রেন গুলোকে তাই করা হবে। আরো প্রায় ঘন্টা দেড় দুয়েক লাগতে পারে বলে রেল কর্মীদের অনুমান।