৮০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহার জেলায় দুটি গুদাম ঘর হবে ঃ জানালেন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
1 min readশুভদীপ চক্রবর্তী – ৮০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহার জেলায় দুটি গুদাম ঘর হবে বলে জানালেন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সোমবার কোচবিহারে এক প্রশাসনিক সভা যোগ দিয়ে একথা জানালেন রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন কোচবিহার ল্যান্স ডাউন হলে খাদ্য দপ্তরের কোচবিহার ও আলিপুর দুয়ারের জেলার প্রশাসনিক কর্তা দের নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এদিন বৈঠক শেষে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,সরকারি সহায়ক মূল্য ১৫৪০ টাকা প্রতি কুইন্টাল তার সাথে ৩০ টাকা বহন খরচ দেওয়া হয়। মোট ১৫৭০ টাকা। কিন্তু খোলা বাজারে ১৬০০ টাকা প্রতি কুইন্টাল দরে ধান বিকচ্ছে। এক্ষেত্রে বাড়িতে বসেই ধান বিক্রি করতে পারছে চাষী রা , টাকাও পাচ্ছে নগদে। ধানের মান খুব ভালো হলে ১৬৪০ টাকা ও দড় উঠছে । পাশাপাশি তিনি আরো বলেন , কোচবিহারে দুটি গুদাম ঘর হবে। ওই গুদাম ঘরে মোট ৫০ হাজার টন ধান মজুদ করা সম্ভব হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এর জন্য রাজ্য সরকার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানান । এদিনের বৈঠকে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া, জেনারেল ম্যানেজার শৈবাল নন্দী, স্পেসাল সেক্রেটারি খদ্য শর্মিষ্ঠা দাস, কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। ওই বৈঠক কোচবিহার জেলা ছাড়াও আলিপুরদুয়ার জেলার খাদ্য দফতরের কর্মকর্তা, চালকল মালিক, স্বনির্ভর গোষ্ঠী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।