কুশমন্ডি থানা শেষ শীমান্তে চৌসা এলাকায় জাগ্রত শীবের মেলা
1 min readমামুন সরকার দক্ষিণ দিনাজপুর :-আজ কুশমন্ডি থানা শেষ শীমান্তে চৌসা এলাকায় জাগ্রত শীবের মেলা ।ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় ৬০০০০ হাজার মানুস এই মেলায় এসেছিলেন ।এই মেলা কুড়ি বছর ধরে হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে শীবের মাথায় জল ঢালতে আসছে শিব ভক্তরা।জেলার সব প্রান্ত থেকেই শিব ভক্তরা আসেন এই মেলায় সব ভক্তদের এক টাই কথা বাবা মনের আশা পুরন করে দঃ দিনাজপুরে জেলা ছাড়া আরো জেলা দর্শনার্থীরা আসে..।এই নোরবরওয়া শীব মেলায় উপস্তিত ছিলেন-কুশমন্ডি ব্লকে তৃনমুলের কার্যকরী সভাপতি রীতেস জোয়াদ্দার, কুশমন্ডি ব্লকে পঞ্চায়েত সমেতি সভাপতি মিঠু জোয়াদ্দার কুশমন্ডি থানা আই সি ,মেলার সম্পাদক অতুল রায়…. কুশমন্ডি পঞ্চায়েত সমেতি সভাপতি মিঠু জোয়াদ্দার , ও এলাকার সাধারণ মানুষ .. তৃনমুলের কাযকারি সভাপতি রীতেস জোয়াদ্দার বলেন এই মেলা আমাদের প্রায় ২০বছর ধরে চলছে হাজার হাজার মানুষ এখানে আসেন মেলায় ও শিবের মাথায় জল ঢালতে ।এখানে জল ঢেলে তারা মানত করেন সকাল থেকেই চলছে এই পুজো প্রশাসন আমাদের খুব সাহায্য করছেন ।করা নিরাপত্তার জন্য রয়েছে প্রচুর পুলিশ ।তবে এই মেলায় শুধু হিন্দু নয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এসেছেন মেলা দেখার জন্য ।