December 21, 2024

ভ্যালেন্টাইন ডে ও শিবরাত্রি উপলক্ষে মনোজ্ঞ সাহিত্য আসরে প্রকাশিত হল ইসলামপুরের একমাত্র মাসিক "চেতনা" সাহিত্য-সংস্কৃতি ও সংবাদ পত্রিকা

1 min read

রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ ভ্যালেন্টাইন ডে ও শিবরাত্রি উপলক্ষে ইসলামপুর মহকুমা সাহিত্য পরিষদের আয়োজনে বুধবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এক মনোজ্ঞ সাহিত্য আসরে প্রকাশিত হল ইসলামপুরের একমাত্র মাসিক “চেতনা” সাহিত্য-সংস্কৃতি ও সংবাদ পত্রিকার ফেব্রুয়ারি ২০১৮ সংখ্যা । কবি কৌস্তুভ দে সরকার সম্পাদিত এই মাসিক পত্রিকাটির প্রকাশ হলো স্থানীয় এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক সুধীজনদের হাত দিয়ে। ”কবিতাকে যারা ভালোবাসে তাদের জন্য” এই সংবাদ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মাত্র দুই ( দুই দুগুণে চার ) পাতার কাগজ “চেতনা”র ৪৯ বর্ষ মাসিক ৪৯তম সংখ্যা এটি । এবারের সংখ্যায় কবিতা বিভাগে রয়েছে –  কবি ঁকিরণ গোপাল দে সরকার, তাপসী দেব, সর্বাসিস কুমার পাল, দীপান্বিতা আচার্য, কাজল দাস, অশোক কুমার পাল, শম্ভু নাথ রায়গুপ্ত, রীনা দে ও দীপিকা দে সরকার-এর কবিতা। পদ্মদীঘির ঘাটে রয়েছে প্রীতম দাস, নন্দিনী সেন, মৌমিতা বৈরাগী ও রানা সরকারের কবিতা । বচন লিখেছেন কৌস্তুভ দে সরকার । পড়াশোনা বিভাগে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের শিক্ষক কৌস্তুভ দে সরকার। সংবাদ হিসেবে রয়েছে – মরনোত্তর দেহদানের অঙ্গীকার,  এলাকার কিছু সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক খবর ও অন্যান্য ।এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বপ্না উপাধ্যায়। সংগীত পরিবেশন করেন শ্রেয়সী দাস, ঈপ্সিতা সাহা, শর্মিষ্ঠা দত্ত, বৈশালী সাহা ও আরো অনেকে। কবিতা আবৃত্তি করেন শ্রেয়সী দাস ও ঋতুস্মিতা সাহা। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাজল দাস, প্রসূন সিকদার, সর্বাশিস কুমার পাল, সুভাষ চক্রবর্তী, গীতাঞ্জলি কুন্ডু, কৌস্তুভ দে সরকার। তবলায় সংগত করেন সাধন চৌধুরী, তনয় সাহা  ও কৌস্তুভ দে সরকার। বক্তব্য রাখেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়তুল্লা, শিক্ষক বাবুলাল মৈত্র, বিদেশ দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *