চোপড়ার বিধায়ককে গ্রেফতারের দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপি
1 min readরোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ ইসলামপুর:চাকুরির লোভ দিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চোপড়ার বিধায়ককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিজেপির কর্মীদের উপর পুলিশের মিথ্যা মামলাবন্ধ করতে হবে।সংশ্লিষ্ট বিষয় গুলি সহ শুক্রবার পাঁচ দফা দাবিতে ইসলামপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দিল বিজেপি।এদিন স্মারকলিপি দেবার পর দলের জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন জানান,সংশ্লিষ্ট দাবি গুলির পাশাপাশি চোপড়া থানার আইসিকে অপসারণ করারও দাবি জানানো হয়েছে।পাশাপাশি অভিযুক্ত বিধায়ক বিভিন্ন সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দিলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি।এই বিষয়ে দলীয় ভাবে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।অন্যদিকে এদিন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য লাল মহম্মদ সহ প্রায় একশো জন তৃণমূল বিজেপিতে যোগ দেয় বলে জানান সুরজিৎ সেন।যদিও এধরণের দলবদলের কোনও খবর নেই বলেই জানান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন।