সরকারি বাসে আগুন ব্যপক চাঞ্চল্য
1 min readবর্তমানের কথা,কালিম্পঙ :কালিম্পঙের সরকারি বাসে আগুন। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কালিম্পঙের ৬ মাইলে। জানা গিয়েছে এদিন বাসটি শিলিগুড়ি থেকে কালিম্পঙের দিকে যাচ্ছিল এরপর কালিম্পঙের ৬ মাইলের কাছে পৌঁছতে বাসের চালক লক্ষ করেন যে আচমকা ধোঁয়া বের হতে থাকে। যদিও সেই সময় বাসে যাত্রী ছিল। এরপর তারা হুরো করে যাত্রীরা হেমে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধঘন্টা দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।