December 22, 2024

ইসলামপুরের পতিতাপল্লী এলাকায় অভিযানে গিয়ে দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি

1 min read


রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ  গোপনসুত্রে খবর পেয়ে অভিযান চালানো পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা পালাতে শুরু করলে পুলিশ দুষ্কৃতীদের পিছু নেয়। জনবহুল এলাকা থাকাকালীন পুলিশ দুষ্কৃতীদের লক্ষ্য করে তাক করলেও গুলি চালাতে পারেনি। কিন্তু দুষ্কৃতীদের ছোড়া গুলিতে পারভেজ আলম নামে স্থানীয় এক ব্যক্তি গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপনসুত্রে খবর পেয়ে ইসলামপুর থানার টাউন সাব ইনসপেক্টর পিন্টু বর্মন ও অ্াসিস্টান্ট সাব ইনসপেক্টর ইউসুফ আলি ইসলামপুরের পতিতাপল্লী এলাকায় অভিযানে গিয়ে দুষ্কৃতীদের ধরতে গেলেই তারা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। পুলিশও তাদের পিছু নিলে ওরা ইসলামপুর বাজারের জনবহুল এলাকা হয়ে পুরাতন বাস স্টান্ডে পৌছালে সেখানেও দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি ছুড়ে। দুষ্কৃতীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তাতে একটি দেশি পাইপগান উদ্ধার হয়েছে। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। এখনই কিছু বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *