কালিয়াগঞ্জ ব্লকে ভূমি রাজস্ব আদায় লক্ষমাত্রা ছুঁইছুঁই করছে
1 min readতপন চক্রবর্তী- উত্তরদিনাজপুর-উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক সরকারি ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের দেওয়া লক্ষ
মাত্রাকে ছুঁই ছুঁই করছে বলে জানা যায়।শনি বার কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিদ্যুৎ মাঝি এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।শনিবার কালিয়াগঞ্জের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি ভবনে কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকে বসেন।তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য আবেদন জানান যাদের কমার্শিয়াল রাজস্ব বকেয়া আছে তা অতি স্বত্বর মিটিয়ে দিতে।বিদ্যুৎ মাঝি বলেন তিনি চাননা যাদের এই খাজনা বকেয়া আছে তাদের বিরুদ্ধে কোন কেস কাবাড়ি করে খাজনা আদায় করতে হয় সরকারিভাবে।তিনি তা চাননা।কালিয়াগঞ্জ ব্যবসাযি সমিতির বেশ কিছু সদস্যরা জমি সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু তার কাছ থেকে জেনে নেয় নানান প্রশ্নের মাধ্যমে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী সমিতির সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু সহ-সম্পাদক সান্তনু দেবগুপ্ত,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা।