"পাহাড় থেকে সাগর পরিবেশ সচেতনতা পদযাত্রা"
1 min readদেবাঞ্জলী চক্রবর্তী,কলকাতা, বর্তমানের কথা : আগামী 19 শে ফেব্রুয়ারী দার্জিলিঙের টাইগার হিল থেকে ভোর 5 টায় শুরু হবে 1000 কিমি পদযাত্রা । দক্ষিণবঙ্গের ১১ জন সদস্যের সাথে উত্তর দিনাজপুর জেলার HMTA( হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন ) ও “রায়গঞ্জ মুক্তির কাণ্ডারীর” পক্ষ থেকে শ্রী কৌশিক ভট্টাচার্য সস্ত্রীক এই পদযাত্রার যাত্রী।
ছোট্ট ছোট্ট পায়ে এই সচেতনতা পদযাত্রা তে পা মেলাতে চলেছে আট বছর বয়সী খুদে কৌশল ও। পথযাত্রীরা আগামী 25 শে ফেব্রুয়ারি রবিবার বিকেলে রায়গঞ্জ শহরে আসবেন।