সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা সাংসদ মহঃ সেলিম
বর্তমানের কথা :- টাকা নেই মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়নের কাজ করা যাচ্ছে না, আর এখন সরকারি টাকায় নির্বাচনের প্রচার করে যাচ্ছেন প্রশাসনিক বৈঠকের নাম করে সব জায়গায় । ভালো ব্যাপার নয় এটা কোনো দিক থেকেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিনাজপুর সফরের আগেই জেলা পার্টির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরকে এভাবেই কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা সাংসদ মহঃ সেলিম । তিনি আরো বলেন,তার এই কাজকর্ম রাজ্যবাসীদের পক্ষে ভালো নয় । তিনি বলেন এখনো নানা জায়গায় বন্যা পরবর্তী বেহাল অবস্থা হয়ে আছে। এর আগেও প্রচুর শিলান্যাস করেছেন কাল আবার পেপার জুড়ে বিঙ্গাপন দেবেন এবং আরো প্রকল্পের উদ্বোধন করবেন কিন্তু আগের প্রকল্প গুলোর কি হলো তার খোঁজ নেবেন কি? রায়গঞ্জে মেডিকেল কলেজের জন্য কেন্দ্র ৯৯ কোটি টাকা দিয়েছে । কিন্তু কাজ হচ্ছে ঢিলেতালে। সুপার স্পেশালিটি হসপিটালের নামে রঙচঙে বিল্ডিং হচ্ছে কিন্তু তাতে একদমই পরিসেবা নেই। সাংসদ দাবী করেন যে ইসলামপুরে বাইপাস মেরামতির জন্য ৫৬ কোটি টাকা আনা হয়েছিলো । তার কাজ হয়েছে কিন্তু গ্রামীণ রাস্তা গুলো কি অবস্থা? । ইসলামপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে বাইপাসের নামে। মুখ্যমন্ত্রী কিছু বলছেন না মাফিয়ারাজ কায়েম করে জমি লুঠ চলছে। রাজ্যের সর্বত্র একই ঘটনা। পথ নিরাপত্তা নামে সিগনালে নিজের ছবি দিয়ে প্রচার চলছে। মুখ্যমন্ত্রী এক কথায় একজন প্রচার সর্বস্ব মানুষ।রায়গঞ্জে ট্রেনের দাবীর ব্যাপারে তিনি জানান,আগের মন্ত্রীর সাথে কথা হয়েছিলো। আবারো বর্তমান রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সাথে সকালের লিঙ্ক ট্রেন দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। কালিয়াগঞ্জ থেকে ট্রেনটি চালানোর ভাবনা চিন্তা করছে রেল মন্ত্রক। এতেই বোঝা যায় কেন্দ্রীয় সরকার মানুষের কাজ করতে কতো গড়িমসি করেন। তবে চেষ্টায় আছি যাতে তাড়াতাড়ি হয়।