ইংরেজবাজার থানার শোভানগর ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি
1 min readবর্তমানের কথা ইংরেজবাজার থানার শোভানগর ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি। বাধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্রের কোপ। গুরুতর জখম মৃত্যুর সাথে লড়াই করছেন এই দুইজন। বাদ যায় নি বাড়ির মহিলারাও। বাড়ির সর্বস্ব লুঠ করেছে ডাকাত দল। ২৫/৩০জনের একটি দল প্রাক্তণ সেনাকর্মী মিহির চৌধুরীর বাড়িতে হানা দেয় রাত বারোটার নাগাদ। বোমা ফাটাতে ফাটাতে গ্রামে ঢোকে। গ্রামবাসীরা অনুমান করে বিয়ের বাজি ফাটছে। গ্রামের শেষ প্রান্তে বাড়ি মিহিরবাবুর। এই সুযোগেই ডাকাতের দল সর্বস্ব লুঠ করে। বাধা দিতে গেলে মিহিরবাবু ও তার ছেলে সানাইকে ধারালো অস্ত্রের কোপ মারে। মিহিরবাবুর স্ত্রী ও তাঁর শালিকাকে আঘাত করে সর্বস্ব নিয়ে যায়। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক। তদন্তে পুলিশ। এখনও কোন খোঁজ নেই এই দলের। এই অঞ্চল থেকে কয়েক কিলোমিটার দূরে মিল্কী পুলিশ ফাঁড়ি। ফলে পুলিশি নিক্সয়তার অভিযোগ উঠছে। মিহিরবাবু বর্তমানে সুদের কারবার করতেন।এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতি হতে পারে এমন আশঙ্কার কথা এমন আশঙ্কার কথা পুলিশ মারফৎ মিহিরবাবুকে জানানো হয়েছিল। তবুও এই ঘটনা রোখা গেলো না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন।