ইসলামপুরে ধৃত ডাকাতের দল আগ্নেয়াস্ত্র সহ
1 min readবর্তমানের কথা ইসলামপুরে ডাকাতের ছক নষ্ট করল পুলিশ ।উদ্ধার হলো ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র। একটি ওয়ান সাটার এবং অপরটি নাইন এম এম পিস্তল।দুটি আগ্নেয়াস্ত্র থেকে পুলিশ মোট তেরোটি গুলি উদ্ধার করেছে।ধৃত দুইজনের নাম হাফিজুল হক ও সফিরুল ইসলাম।ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তের কামারগছ এলাকায়।ধৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক কুমার ভূষণ সিং জানান,ধৃতরা কোনও গ্যাঙের সঙ্গে যুক্ত রয়েছে এবং এদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।পলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন রাতে রামগঞ্জের কোনও এক জায়গায় ডাকাতির উদ্দেশ্যে এরা বাজার এলাকায় জড়ো হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই সশস্র দুষ্কৃতীকে বমাল গ্রেফতার করলেও বাকি কয়েকজন রাতের অন্ধকারে পলাতক।তাদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।