December 21, 2024

এক বছর পর উদ্ধার হলো রায়গঞ্জের এক বালিকা দিল্লির এক ঘিঞ্জি এলাকা থেকে

1 min read

শঙ্কর গুপ্তা । রায়গঞ্জ,উত্তর দিনাজপুর :–  এক বছর  পর উদ্ধার হলো  রায়গঞ্জ পুরসভার ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা উৎপল  রায়ের নাবালিকা মেয়ে প্রায় এক বছর আগে স্ত্রী প্রতিমা রায় ও তার প্রেমিক গুল রায়ের সাথে নিখোঁজ হয়ে যায়। 

প্রায় মাস খানেক আগে পরিবারের সদস্যদের চেষ্টায় দিল্লিতে এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে নাবালিকা দেবী রায় উদ্ধার হয়। এরপর তাকে রায়গঞ্জে নিয়ে আসে পরিবারের সদস্যরা।দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পারেন। তিনি নাবালিকাটির পরিবারের সাথে যোগাযোগ করেন। সোমবার তিনি দেবীকে বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি করার ব্যবস্থা করেন। সে যাতে পুনরায় মূল স্রোতে ফিরে আসে তার দায়িত্ব তুলে নেন তিনি।বই-খাতাপত্র দেবীর হাতে তুলে দেওয়া হয় এদিন। দেবীর ঠাকুরদা দুখিয়া রায় জানান, অনেক কষ্ট করে আমাদের সকলের আদরের নাতনীকে ফিরে পেয়েছি। দরিদ্রতা আমাদের নিত্যসঙ্গী। তবুও আমরা নাতীকে খুঁজে পাওয়ায় আশা ছাড়িনি। তাই সমস্ত হুমকিকে আগ্রাহ্য করে দিল্লি থেকে ওকে উদ্ধার করে এনেছি। আগামীদিনে আরও বড় হবে দেবী। বিদ্যালয় কর্তপক্ষ এগিয়ে আসায় আমরা প্রধান শিক্ষকের কাছে সত্যি কৃতজ্ঞ।তিনি আরও বলেন, প্রায় 15  বছর  আগে আমার ছেলের সাথে ডালিমগাঁওয়ের বাসিন্দা প্রতিমা রায়ের সম্বন্ধ করে বিয়ে হয়। ছেলে দিনমজুরীর কাজ করলেও আমরা সুখেই ছিলাম। প্রায় এক বছর আগে পাড়ার এক অবিবাহিত যুবক গুল রায়ের সাথে বৌমা পালিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় নাবালিকা মেয়ে ও নাবালক ছেলেকে। অনেক চেষ্টা করে ছেলেকে উদ্ধার করে আনলেও আমরা আমাদের প্রিয় নাতনীকে উদ্ধার করতে পরিনি।কিন্তু হাল ছাড়িনি। অবশেষে সকলের সহযোগিতায় ঘরের মেয়েকে উদ্ধার করে এনেছি। দেবী কাল থেকে আবার বিদ্যালয়ে যাওয়া শুরু করবে। অভাবের সংসারে মেয়েকে ফিরে পেয়ে খুশি ঠাকুরদা দুখিয়া রায় ও বাবা উত্পল রায় সহ পরিবারের সকলে। প্রধান শিক্ষক ড. উত্পল দত্ত জানান, গত বছর মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় দেবী। অনেকবার যোগাযোগ করি ওর পরিবারের সাথে। কিন্তু পরিবারের কেউই কোন সদুত্তর দিতে পারেনি।কয়েকদিন আগে জানতে পারি দেবীকে দিল্লি থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এরপর দেবীর ঠাকুরদা দুঃখিয়াবাবুকে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে বলি। আজ দেবীকে ভর্তি নেওয়া হয়েছে। দেবী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে বিষয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে তার পরিবারকে। দেবী জানিয়েছে, সে পড়াশোনা করতে চায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতার আশ্বাস পেয়ে আপ্লুত সে। আগামীদিনে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাবে বলে জানায় দেবী।

6 thoughts on “এক বছর পর উদ্ধার হলো রায়গঞ্জের এক বালিকা দিল্লির এক ঘিঞ্জি এলাকা থেকে

  1. That has been a primary selling point with Cialis, earning it a nickname as the Weekend Pill since theoretically a man could take it Friday night and still feel the effects Sunday morning Priligy In most scenarios, the online provider will ask for a picture of your I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *