October 30, 2024

'কুলিক' তথ্যচিত্র- মুক্তি পেল আজ

1 min read
– 

পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর : আজ ছিল ‘কুলিক’ তথ্যচিত্র-র DVD মুক্তির দিন,যার হাত দিয়ে এই কাজ টা হল তিনি আমাদের সকলের খুব প্রিয়,যেই সিনেমা প্রথম কুলিক ও তার আশেপাশে র এলাকাকে সিনেমা আকারে সারা দেশের চোখের সামনে তুলে ধরেছিলো সেই জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা ‘চরাচর’ এর পরিচালক শ্রী বুদ্ধদেব দাশগুপ্ত র সহপরিচালক শ্রী ‘সোহিনী দাশগুপ্ত’র হাত দিয়ে।

                                   
তিনি নিজেও একজন খ্যাতনামা লেখক,ডকুমেন্টারি ফিল্ম ও শর্ট ফিল্ম এর পরিচালক,তার পরিচালিত ‘ছোটি মোটি বাতে’ অজস্র চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং জিতে নিয়েছে অজস্র মানুষের মন,এই রকম একজন পরিচালক এর হাত দিয়ে ‘কুলিক’ তথ্যচিত্রের DVD র মুক্তি সত্যি অনেক অনেক আনন্দের ব্যাপার।
                                    
পাশাপাশি আজ টিম ‘কুলিক’ তাদের DVD তুলে দেয় ‘রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়’ এর জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী ‘শুভেন্দু মুখার্জী’র হাতে,কুলিকের পরিচালক আকাশ চাকী জানিয়েছেন শুভেন্দু বাবু আমাদের জানিয়েছেন আমাদের এই তথ্যচিত্র তিনি বিদ্যালয় এর প্রতিটি শ্রেণীর ‘স্মার্ট ক্লাশে’ দেখানোর ব্যবস্থা করবেন,যা অত্যন্ত আনন্দের ব্যাপার কারণ আমরা মনে করি ছাত্র-ছাত্রী রাই দেশ ও জাতির ভবিষ্যৎ,তাদের কাছে কুলিক সম্পর্কে আমাদের এই  সচেতনতা বার্তা ও ‘কুলিক’এর গুরুত্ব সম্পর্কে তাদের জানান দেওয়ার জন্য আমরা শুভেন্দু বাবুর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *