সিপিআইএম প্রধানের বাড়িতে হামলা,কলেজ ছাত্রী সহ আহত পাঁচ।
1 min readবিশ্বজিৎ মন্ডল , মালদা : বাড়ির সামনের রাস্তা নিয়ে সিপিআইএম প্রধানের সাথে গন্ডগোল প্রতিবেশীদের সাথে।এই বচসার জেরে সিপিআইএম পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ।ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক।প্রধানের পরিবারের এক কলেজ ছাত্রী সহ আহত হয়েছেন পাঁচ সদস্য।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার নরহাট্টা অঞ্চলের সাতঘরিয়া গ্রামে।বর্তমানে আহতদের মধ্যে দুই জনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানাগেছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন সানোয়ারা বিবি(৩০), রেহেনা খাতুন(২২)।এছাড়াও আহত হয়েছেন,এলাকার সিপিএম পঞ্চায়েত প্রধান সৌকত আলী(৩৮),ও তার পরিবারের সদস্য সফিকুল হক(৪০), নারেসা বিবি(৩৫)।তবে এদের প্রাথমিক চিকিৎসার পর রাতেই ছেড়ে দেওয়া হয়।ঘটনায় অভিযুক্ত দুই প্রতিবেশী যুবকের নাম হাবিব শেখ ও নাসিম শেখ।
জানা গিয়েছে, অঞ্চল প্রধান সৌকত আলীর প্রতিবেশী নাসিম সেখ।বাড়ির সামনে যাতায়াতের সুবিধার্থে পাড়ার সকলেই সামান্য পরিমানে জায়গা ছাড়লেও,জায়গা ছাড়তে নারাজ প্রতিবেশী হাবিব শেখ ও নাসিম শেখ।জায়গা ছাড়ার কথা শুক্রবার সন্ধ্যায় দুই প্রতিবেশীকে বলতে যায় অঞ্চল সিপিআইএম প্রধান সৌকত আলী।এই কথা বলতেই বেঁধে যায় বচসা।অভিযোগ, এরপর লাঠি সোটা নিয়ে প্রতিবেশী নাসিম ও খাবির শেখ প্রধানের বাড়িতে চড়াও হয়। মারধর করা হয় প্রধানের গোটা পরিবারকে।বাদ পড়েনি প্রধানের পরিবারের সদস্য এক কলেজ ছাত্রীও।ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে।ঘটনায় অন্যান্য প্রতিবেশিরা আহত প্রধান সহ তার পরিবারের পাঁচ সদস্যকে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে প্রধানের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ।পুলিশ ঘটনায় অভিযুক্ত নাসিম শেখ নামক যুবককে গ্রেফতার করেছে এবং ওপর অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।