বেআইনি গমচাষ বন্ধ করল কৃষি দপ্তর।
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা) : চাষের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও সেই নির্দেশ উপেক্ষা করে নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় গমচাষ করল একাধিক কৃষক। তেহট্ট 2 নম্বর ব্লকের পলশুণ্ডার বারুইপাড়া মৌজায় 7 জন কৃষক গমচাষ করে। স্থানীয় সূত্রেএই খবর জানতে পারে তেহট্ট 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর। তাদের উদ্যোগেই এই কৃষকদের বুঝিয়ে গমগাছ গুলি নষ্ট করা হল। গম চাষকারী কৃষক জাইমদ্দিন সেখ জানান তিনি কিছুটা জমিতে পশুখাদ্য হিসেবে গমচাষ করেছেন।কৃষিদপ্তরের আধিকারিকরা গমচাষের ক্ষতি কারক দিকগুলি বুঝিয়ে বলার পরে জমি থেকে গমগাছ গুলি কেটে ফেলে দিয়েছেন বলে তিনি জানান। ব্লক কৃষি আধিকারিক বিপ্লব বিশ্বাস জানান পলশুণ্ডা মৌজায় 7 জন কৃষক গম চাষ করেছে বলে খবর জনতে পেরে আমারা ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করি, এবং ফিল্ডে আমাদের আধিকারিকরা সরকারের নির্দেশে গমচাষের ক্ষতিকারক বিষয় গুলি ওদের বুঝিয়ে বলেন । পরে চাষিরা নিজেরাই গমগাছ নষ্ট করে দিয়েছ বলে তিনি জানান।