সেলফি বসন্ত কালিয়াগঞ্জ
1 min readছবি,,শঙ্কর গুপ্তা
পিয়া গুপ্তা খেলবো হোলি রং দিবো না তাই কখনো হয ,এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে…বসন্ত ও হোলি উত্সবের বিখ্যাত এই গানটিকে সামনে রেখে আজ আপামর বাঙালিরা মেতে ওঠে বসন্ত উত্সবে ।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ,কালিয়াগঞ্জে এই বসন্ত উত্সবের মেজাজই ছিল একটু অন্য রকম।সকাল থেকে কালিয়াগঞ্জের ও রায়গঞ্জের বসন্ত উত্সব কমেটির উদ্যোগে পালিত হলো বসন্ত উত্সব ।
এই উত্সবে দেখা গেল প্রতি বারের চেযে একটু অন্যরকম,কারণ একহাতে মোবাইল অন্য হাতে রং ।এই রং নিয়ে ব্যাস্ত সকলে ।একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তুলতে যেমন ভোলেনি কেউ তেমনি আজকের এই স্মৃতিটি সকাল থেকে নিজের ক্যামেরাবন্দি করে সেলফি তুলতে ব্যাস্ত ছিল অনেকে।সকলকেই দেখা যায় বিভিন্ন কায়দায় সেলফি তুলতে।পাশাপাশি এই বসন্ত উত্সবে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা বসন্তের গানের সঙ্গে কখনো বা সঙ্গীত করতে কখনো বা নৃত্যানুষ্ঠান করতে ব্যাস্ত ছিলেন।ছোটো থেকে বড়ো সকলেই এই বসন্ত উত্সব কে ঘিরে নিজেদের নানা রঙে রাঙিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করতে ব্যাস্ত ছিল।আজকের এই বসন্ত উত্সব জেলা জুড়ে অনেকটাই সেলফি বসন্তে পরিণত হয় ।