October 4, 2024

বসন্তে ফাগুনের ছোঁয়ায় উল্লসিত সমস্ত কুমারগঞ্জ বাসী।

1 min read
মনোজ কুমার সরকার, দঃদিনাজপুর  : ফাগুন লেগেছে মনে মনে। উদ্ভাসিত  উল্লসিত এ যেন এক সিগ্নতার ছোঁয়া। কুমারগঞ্জ ব্লক কেন্দ্রীয় গ্রামিন গ্রন্থাগারের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব। এই প্রথম এই উদ্যোগ।


 উদ্যোগ কে সাদরে গ্রহণ করেছে আপামর কুমারগঞ্জ ব্লকের গ্রামবাসি। রয়েছে সহায়তা  রয়েছে উদ্যোগ। প্রথমমে বরাহার থেকে র‍্যালি করে পথ  পরিক্রমা। নৃত্যের তালে তালে এগিয়ে যায়।  পরিক্রমা শেষ করে এসে চলে আবির খেলা একে অপর কে আবিরে রাঙ্গিয়ে দেয়। ক্রমশ এগিয়ে যায় উৎসবের মূল অনুষ্টান। সভাপতি বরণ করে উদ্ভোদন সংগীতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ থানার B.D.O দেবদত্ত চক্রবর্তী,বিপ্লব মন্ডল আরো বিশিষ্ট ব্যাক্তি বর্গ। নতুন আনন্দ প্রথম আনন্দের আয়োজনে ঢ্ল নামে কুমারগঞ্জ ব্লক সংলগ্ন ময়দানে। নৃত্য শিল্পি পার্থ বাবুর সহায়তায় তার ছাত্র ছাত্রিদের নিয়ে শুরু হয় নৃত্যানুষ্টান। এই নৃত্যানুষ্টান সকলের মন কেড়ে নেয়। সবাই আনন্দে উৎফুল্লে বসন্তের আগমন কে উপভোগ  করে। পরিসমাপ্তিতে B.D.O তার সংক্ষিপ্ত বক্তিতায় বলেন এই উৎসব আজ কুমারগঞ্জ বাসীকে ফাগুনের আনন্দে উৎভাসিত করেছে। তিনি বলেন প্রতি বছর যেন এই উৎসব এই ভাবেই পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *