দোল উৎসবে সেজে উঠেছে নদীয়ার বৈষ্ণবতীর্থ নবদ্বীপ ও মায়াপুর আন্তর্জাতিক ইসকন মন্দির
সুরজিৎ বিশ্বাসঃ দোল উৎসবে সেজে উঠেছে নদীয়ার বৈষ্ণবতীর্থ নবদ্বীপ ও মায়াপুর আন্তর্জাতিক ইসকন মন্দির।
এই উৎসব উপলক্ষে ইতিমধ্যে নবদ্বীপ ও মায়াপুরে হাজির হয়েছেন লক্ষাধিক পূর্নাথী। উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা।
আলোক সজ্জায় সেজে উঠেছে বিভিন্ন মঠ,মন্দির সহ গৌরাঙ্গ সেতু। আয়োজন করা হয়েছে অষ্টপ্রহর নামসংকীর্তন এবং প্রসাদের। নবদ্বীপে মূলত দোল উৎসব উদযাপিত হয় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে। আগামীকাল নবদ্বীপে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, প্রাচীনমায়াপুর ৬০ ফুট মহাপ্রভুর মন্দির, শ্রীচৈতন্যের জন্মস্থান মন্দিরে ৫৩৩ তম আবির্ভাব তিথি পালন করা হবে। মায়াপুরে রং খেলার প্রচলন না থাকলেও নবদ্বীপে চলে রং এবং আবির খেলা।তাই সকাল থেকে কচিকাঁচা সহ সব বয়সের মানুষ মেতেছেন রং খেলা দোল উৎসবে।