December 10, 2024

ত্রিপুরার লালদুর্গ বি জে পি দখল করায় কালিয়াগঞ্জ শহরে বি জে পি সমর্থকদের বিজয় মিছিল

1 min read
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর- ত্রিপুরায় বামেদের 25 বছরের লাল দুর্গকে বিজেপি ভেঙে তছনছ করে দেবার পর উচ্ছসিত কালিয়াগঞ্জের বিজেপির দলীয় সমর্থকেরা শনিবার সন্ধ্যায় এক বিশাল বিজয় মিছিল ব্যান্ড সহকারে কালিয়াগঞ্জ শহরে বের করে।
 বি জে পি সমর্থকদের স্লোগান ও উচ্ছাস ছিল চোঁখে পড়ার মত। মিছিলের পুরো ভাগে ছিল  বিজেপির কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি রানা প্রতাপ ঘোষ,রাজ্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী দোলা মোদক,কালিয়াগঞ্জ ব্লক মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পম্পা দেব,পিউরায়,জেলা কমিটির সদস্য মোহিত বরণ কুন্ডু,পার্থ নিয়োগী সহ বেশ কিছু সমর্থকেরা।বিজয় মিছিলটি কালিয়াগঞ্জ শহরের মহেনড্রাগঞ্জ বিজেপির দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সারা সহর পরিক্রমা করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *