আমেরিকার সাথে বাণিজ্যিক যুদ্ধ চায়না চীন
1 min readপ্রীতম সাঁতরা : আমেরিকার সাথে কোন রকম বাণিজ্যিক যুদ্ধ চায়না চীন। চীন পার্লামেন্ট শুরু হওয়া বার্ষিক অধিবেশনে এই কথাই জানিয়েছেন পার্লামেন্টের এক মুখপাত্র ঝাং ইসুই। কিন্তু চীনের তরফ থেকে হঠাৎ কেন দেওয়া হল এরূপ বিবৃতি? প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছিলেন, নিজের দেশের প্রস্তুতকারকদের স্বার্থের কথা মাথায় রেখে, স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ট্যারিফ আরোপিত হতে পারে। সেক্ষত্রে স্টিলের উপরে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ ট্যারিফ আরোপিত হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতির পরেই, রবিবার চীনের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল।যদিও এরূপ মন্তব্যের পরে সতর্কবাণীও শুনিয়েছেন ঝাং। তিনি জানিয়েছেন, মার্কিনি পদক্ষেপের কারণে যদি চীনের ক্ষতি হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা।