January 16, 2025

নদীয়ার নবদ্বীপে দোলের দিন ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া কোলেরডাঙ্গা কেশবজি গৌড়ীয় মঠের ভক্ত


সুরজিৎ বিশ্বাসঃ নদীয়ার নবদ্বীপে দোলের দিন ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া কোলেরডাঙ্গা কেশবজি গৌড়ীয় মঠের ভক্ত জিতেন্দ্র চুঘেরের মৃতদেহ আজ সকালে উদ্ধার হয়। গৌরাঙ্গ সেতুর কাজ থেকেই ৩৪ বছরের ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।  মৃতের বাড়ি হরিয়ানার ফরিদাবাদে। একই দিন স্বরূপগঞ্জঘাটে দোল খেলার পর মামার সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১১বছরের পাপিয়া দাস। গতকাল বিকেলে বর্ধমান জেলার কালনাঘাট থেকে উদ্ধার হয় ওই বালিকার দেহ। আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *