মেয়ের জন্মদিনে শিক্ষক দম্পতির রক্তদান শিবিরের আয়োজন
1 min readরোনক কুমার যাদব (বর্তমানের কথা ) ঃ মেয়ের ষষ্ঠ জন্মদিনে বাড়িতে রক্তদান শিবিরের পাশাপাশি সচেতনতা শিবিরের আয়োজন করে সমাজের এক নতুন দিককে তুলে ধরা হলো।এই ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ প্রাপ্য আয়োজকের।এভাবেই যদি বাড়িয়ে বাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তবে এলাকায় কখনোই রক্ত সংকট থাকবে না।রবিবার ইসলামপুর আশ্রম পাড়ার শিক্ষক দম্পতি সুশান্ত নন্দী ও সুরমা রানীর বাড়িতে তার মেয়ে রূপকথার জন্মদিনে উপস্থিত হয়ে এমনই বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী।
এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।অন্যদিকে এভাবেই যদি প্রতিটি বাড়িতে তাদের আত্মীয় পরিজনদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তবে রক্তের অভাবে মুমূর্ষ রোগীরা প্রাণ ফিরে পাবেন বলে জানান ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সঞ্জীব বাগচী।ছোট্ট রূপকথার জন্মদিনে মন্ত্রী,বিধায়কের পাশাপাশি কবি,লেখক,সমাজকর্মী, ও শিল্পীদের নিয়ে যেন এমনই চাঁদের হাট বসেছিল এদিন। রূপকথার বাবা সুশান্ত নন্দী জানান,প্রতি বছর একটু অন্য ধারার বার্তা নিয়ে শুরু হয় তার মেয়ের জন্মদিন।প্রথম বছর বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে ছিল অনুষ্ঠান।
বিগত বছর থ্যালাসেমিয়া আক্রান্ত দুঃস্থ শিশুদের নিয়ে বাড়িতে চিকিৎসা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়।ওরাই ছিল জন্মদিনের আমন্ত্রিত অতিথি।আর এবার রক্তদাতারাই ছিল অতিথি।তাঁদের পেট পুরে খাওয়ানোর পাশাপাশি তাদের একজন গর্বিত রক্তদাতা হিসেবে স্মারক তুলে দেওয়া হয়।
এদিন ছিল ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও।সংগীত পরিবেশন করেন মনোনীতা চক্রবর্তী, নৃত্যে রূপকথা নন্দী ও আবৃত্তিতে ঋতব্রত নন্দী।এদিন অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নিশিকান্ত সিনহা,নেদারল্যান্ডের সমাজকর্মী জন ভারগুওয়েন,বৃদ্ধাশ্রমের সম্পাদক নিবেশ ভৌমিক,প্রাবন্ধিক ডঃ বাসুদেব রায়,লেখক অন্তিম গুহ,দ্বিজেন পোদ্দার,ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল,সহ সভাপতি নিবিড় মন্ডল,যাদব আইচ, ইসলামপুর পথিপার্শস্থ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ চক্রবর্তী,ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লা,ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডাঃ কৌস্তুভ নন্দী ,নাট্যকার উত্তম সরকার,গৌতমী সাহু,পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন অর্পিতা দত্ত প্রমুখ।
এদিন প্রায় ত্রিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় ওই স্বেচ্ছা রক্তদান শিবির থেকে।সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতালে জমা করা হয়।