ত্রিপুরা ভোটে বিজেপি জয়ী হয়ে আহামরি কিছু হয় নি।সিপিএম বিজেপি র অর্থের কাছে হার মেনেছে
1 min readরোনক কুমার যাদব (বর্তমানের কথা )ত্রিপুরা ভোটে বিজেপি জয়ী হয়ে আহামরি কিছু হয় নি।সিপিএম বিজেপি র অর্থের কাছে হার মেনেছে, আর কংগ্রেস নির্বাচনী ময়দান ছেড়ে দেওয়ার জন্যই ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে বলে অভিযোগ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রীশুভেন্দুঅধিকারি।
আজ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ফুটবল ময়দানে তৃনমূল কংগ্রেসের এক জনসভায় শুভেন্দুবাবু একথা বলেন।তিনি আরও বলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে চক্রান্ত করে ফাসানো ও বদনাম করা হচ্ছে।আর আমাদের এখানে একজন লোক ছিল আমাদের সাথে বেইমানি করেছে তাঁকে দল থেকে বের করা হয়েছে।
তিনি এখন বার বার জেলে জাচ্ছেন।আর হামিদুল রহমানকে চক্রান্ত করে বদনাম করছেন।আর পাহারে বিমল গুরুঙের এখন কোনো সংগঠন নেই। তিনি এখন অন্যের লেজ ধরে চলচ্ছেন।
এইদিনের জনসভায় শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী এবং উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য প্রমুখ।শুভেন্দুবাবু বলেন, ত্রিপুরা এবং গুজরাট বিধানসভা নির্বাচনে যোগ্য এবং শক্তিশালী নেতৃত্বের অভাব দেখা দিয়েছিল। গুজরাটে মমতা ব্যানার্জীর মত নেতৃত্ব পেলে বিরোধীরা ১৫০ বেশী আসন নিয়ে ক্ষমতায় আসত বলে শুভেন্দুবাবু দাবি করেছেন।