আন্তর্জাতিক নারী দিবসে মালদায় আক্রান্ত ছাত্রী
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : আন্তর্জাতিক নারী দিবসে মালদায় আক্রান্ত ছাত্রী।পারিবারিক বিবাদের জেরে বোনকে বেধরক মারধরের অভিযোগ উঠলো জেঠতুতো দাদার বিরুদ্ধে।এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনায় আহত ছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ অঞ্চলের পলাশবোনা গ্রামে।জানাগেছে, আক্রান্ত ছাত্রীর নাম, জরিনা খাতুন(১৭)।কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর পড়ুয়া।
অভিযুক্ত জেঠতুতো দাদা কুশুমুদ্দিন সেখ পলাতক।পরিবার সূত্রে খবর,বৃহস্পতিবার সকালে জরিনা খাতুন তাদের বাড়ির উঠোনে গরুকে খাবার দেওয়ার জন্য খুঁটিতে বাঁধছিলেন।এই নিয়ে তার জেঠতুতো দাদা কুশুমুদ্দিনের সাথে বচসা বাধে। অভিযোগ বচসার সময় লাঠি দিয়ে ছাত্রীর মাথায় আঘাত করে কুশুমুদ্দিন।ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শাররীক অবস্থা খারাপ থাকায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন সেখানে।এদিকে আক্রান্ত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত জেঠাতো দাদার বিরুদ্ধে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।