" আমার দিনহাটা " গানের সাফল্যের পর ফের একবার দিনহাটা বাসীর জন্যে নতুন সিনেমা নিয়ে আসছে দিনহাটার কৃতি সন্তান সিনেমা পরিচালক শিবম চক্রবর্তী
1 min readশুভদীপ চক্রবর্তী (দিনহাটা)ঃকোচবিহার:- ” আমার দিনহাটা “ গানের সাফল্যের পর ফের একবার দিনহাটা বাসীর জন্যে নতুন সিনেমা নিয়ে আসছে দিনহাটার কৃতি সন্তান সিনেমা পরিচালক শিবম চক্রবর্তী ও তার প্রযোজনা সংস্থা এস কে মুভিজের সদস্যরা । গত বছর দুর্গাপুজার প্রাক্কালে দিনহাটা বাসীর জন্যে একটি থিম গান নিয়ে হাজির হয়েছে ছিল শিবম । তাদের প্রযোজনা সংস্থা দ্বারা তৈরি আমার দিনহাটা খ্যাত এই গান শুধু দিনহাটার মধ্যেই বন্দী ছিল না সারা জেলায় বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যেই এই গান শোনা যায় । এস.কে.মুভিজের প্রযোজনায় তৈরি “আমার দিনহাটা” গান রয়ে গিয়েছে সঙ্গীত প্রেমীদের মনে । এই গানের সাফল্যের পর তাদের নতুন চি্ন্তা ভাবনায় তৈরি প্রায় এক ঘন্টার নতুন সিনেমা “প্ল্যানচেট” । এই নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী এই সিনেমার পরিচালক তরুন যুবক শিবম চক্রবর্তী । এদিন তিনি এক সাক্ষাৎকার দিতে গিয়ে সাংবাদিক কে বলেন ,
একটি ছায়াছবি । এই সিনেমায় যেমন প্রেম কাহিনী রচিত হয়েছে ঠিক তেমনই দুঃখের কিছু মুহুর্ত্ রয়েছে । ইতিমধ্যেই এই সিনেমার পোস্টারও রিলিজ হয়েগিয়েছে । এই সিনেমা পোস্টারের শুভ উন্মোচন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, এছাড়া উপস্হিত ছিলেন অসীম নন্দী,বিশু ধর,নূর আলম হোসেন ,ভবানী শঙ্কর আগরওয়াল ,চন্দন সেনগুপ্ত,শ্যামল ধর, এই সিনেমা্র দুই অভিনেতা সাবির সাহা চৌধুরী, ডাঃ বিদ্যুৎ কমল সাহা , পরিচালক শিবম চক্রবর্তী , এই সিনেমার গল্পকার কৌশিক ধর প্রমুখ । এদিন এই সিনেমার পোস্টার উন্মোচনের পাশাপাশি এই সিনেমার একমাত্র গানও রিলিজ্ হয় । এই গানের শুভ সুচনা করেন বিধায়ক উদয়ন গুহ । এই গান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরতেই এই গানটিও খ্যাতি অর্জন করেছে ।এই সিনেমায় অভিনয় করেছেন দিনহাটার পরিচিত চিকিৎসক ডাঃ বিদ্যুৎ কমল সাহা , সাবির সাহা চৌধুরী,আব্দুল সামাদ,স্বপন বিকাশ পাল,মানিক সাহা,অভিজিৎ বিশ্বাস,প্রিয়দর্শিনী নায়েক দেব,পারমিতা সাহা,বিশাল দেব, সুজয় গোস্বামী,সিনেমার গল্পটি লিখেছেন কৌশিক ধর, চিত্র গ্রাহক হিসেবে দায়িত্বে ছিলেন অরিন্দম সরকার । এই ছবিতে একটি মাত্র গান রয়েছে আর সেই গানটি গেয়েছেন শামীমা শাম্মি। আর বেশ কিছু দিন পরেই বড় পর্দায় রিলিজ হতে চলেছে এই সিনেমা । সেই সিনেমা কে ঘিরে বেশ উন্মাদনা শুরু হয়েছে দিনহাটায় ।এই ছবির একটি গান রয়েছে। সেই গানটি লিখেছেন শিবম চক্রবর্তী, কৌশিক ধর, অভিজিৎ বিশ্বাস।
একটি ছায়াছবি । এই সিনেমায় যেমন প্রেম কাহিনী রচিত হয়েছে ঠিক তেমনই দুঃখের কিছু মুহুর্ত্ রয়েছে । ইতিমধ্যেই এই সিনেমার পোস্টারও রিলিজ হয়েগিয়েছে । এই সিনেমা পোস্টারের শুভ উন্মোচন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, এছাড়া উপস্হিত ছিলেন অসীম নন্দী,বিশু ধর,নূর আলম হোসেন ,ভবানী শঙ্কর আগরওয়াল ,চন্দন সেনগুপ্ত,শ্যামল ধর, এই সিনেমা্র দুই অভিনেতা সাবির সাহা চৌধুরী, ডাঃ বিদ্যুৎ কমল সাহা , পরিচালক শিবম চক্রবর্তী , এই সিনেমার গল্পকার কৌশিক ধর প্রমুখ । এদিন এই সিনেমার পোস্টার উন্মোচনের পাশাপাশি এই সিনেমার একমাত্র গানও রিলিজ্ হয় । এই গানের শুভ সুচনা করেন বিধায়ক উদয়ন গুহ । এই গান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরতেই এই গানটিও খ্যাতি অর্জন করেছে ।এই সিনেমায় অভিনয় করেছেন দিনহাটার পরিচিত চিকিৎসক ডাঃ বিদ্যুৎ কমল সাহা , সাবির সাহা চৌধুরী,আব্দুল সামাদ,স্বপন বিকাশ পাল,মানিক সাহা,অভিজিৎ বিশ্বাস,প্রিয়দর্শিনী নায়েক দেব,পারমিতা সাহা,বিশাল দেব, সুজয় গোস্বামী,সিনেমার গল্পটি লিখেছেন কৌশিক ধর, চিত্র গ্রাহক হিসেবে দায়িত্বে ছিলেন অরিন্দম সরকার । এই ছবিতে একটি মাত্র গান রয়েছে আর সেই গানটি গেয়েছেন শামীমা শাম্মি। আর বেশ কিছু দিন পরেই বড় পর্দায় রিলিজ হতে চলেছে এই সিনেমা । সেই সিনেমা কে ঘিরে বেশ উন্মাদনা শুরু হয়েছে দিনহাটায় ।এই ছবির একটি গান রয়েছে। সেই গানটি লিখেছেন শিবম চক্রবর্তী, কৌশিক ধর, অভিজিৎ বিশ্বাস।