November 8, 2024

গরম পরতে না পরতেই সাপের আতঙ্কে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জে

1 min read
তন্ময় দাস,বর্তমানের কথা, রায়গঞ্জঃ গরম পরতে না পরতেই সাপের  আতঙ্কে ছরায় রায়গঞ্জের শহরের দক্ষিণ বীরনগর এলাকায়। শনিবার দুপুর ১২ টা নাগাদ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এলাকার বাসিন্দা স্বরূপ বসাকের বাড়ির খাটের নিচে দাড়াশ সাপটি প্রথম দেখতে পায় পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে পড়ে তারা। বাড়ির লোকেদের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসে স্বরূপবাবুর বাড়িতে।স্থানীয় বাসিন্দারা স্বরূপবাবুর বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের ভীতি দূর করার চেষ্টা করেন। স্থানীয় বাসীন্দারা পরে খবর দেয় উত্তর দিনাজপুর পিপলস্ ফর অ্যানিমেলস-এর সদস্যদের।

 খবর পাওয়া মাত্রই সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রক্তিম সরকার ছুটে আসেন।এবং দ্রুততার সঙ্গে সাপটি উদ্ধার করেন। স্বরুপবাবু জানান, “প্রায় ৭ ফুট লম্বা দাড়াশ সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ছুটে আসেন। তবে পিপলস্ ফর অ্যানিমেলস-এর সদস্যরা যথেষ্ট তৎপরতার সঙ্গে সাপটি উদ্ধার করেছে।” অন্যদিকে সংস্থার স্বেচ্ছাসেবী রক্তিম বাবু জানান,”সাপটি প্রথমে খাটের নিচে থাকলেও পর্যাপ্ত জায়গা না থাকায় সাপটিকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয় নি। পরে সাপটি স্থান পরিবর্তন করে ঘরের মধ্যে রাখা একটি আলমারির পায়ের কাছে ফুটো থাকায় সাপটি ভয় পেয়ে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলো।”তিনি আরো জানান, সাপটিকে তিনি প্রায় ৪৫ মিণিটের চেষ্টায় বস্তাবন্দী করতে সক্ষম হন।সংস্থার সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন, খবর পাওয়া মাত্র আমাদের সংস্থার সদস্যরা ছুটে যায়। নির্বিষ ওই সাপটি উদ্ধার করা হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *